জিম্বাবুয়ে সফরের জন্য দল ঘোষণা- বাদ পড়লেন সৌম্য সরকার

ঢাকা প্রিমিয়ার লিগ শেষেই জিম্বাবুয়ে রওনা হবে বাংলাদেশ দল সেখানে টেস্ট, ওয়ানডে, টিটোয়েন্টিতিন সংস্করণেই মাঠে নামতে হবে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে তিন সংস্করণের স্কোয়াড মুমিনুল হক আর তামিম ইকবাল অধিনায়কত্ব করবেন টেস্ট ওয়ানডেতে টিটোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ ওয়ানডে দল থেকে সৌম্য সরকারের পাশাপাশি বাদ পড়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান সোহানের সঙ্গে দলে এসেছেন তাইজুল ইসলাম রুবেল হোসেন 

দলে নতুন মুখ বলতে শামীম হোসেন অনূর্ধ্ব১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন তিনি টেস্ট দলে আছেন এখনো পর্যন্ত জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ না খেলা ইয়াসির আলী মোস্তাফিজ আছেন কেবল সীমিত ওভারের সিরিজে টিটোয়েন্টি দলে আবারও ফিরেছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম তিন সংস্করণেই সুযোগ পেয়েছেন নুরুল হাসান

টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলামওয়ানডে দল:  তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম

 ওয়ানডে দল:  তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।

টিটোয়েন্টি দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম

দীর্ঘদিন পর জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতেই পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ

২৮ জুন রাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা হবে টাইগাররা। এরপর করোনা পরীক্ষা শেষ করে ৭ জুলাই টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ১৬ জুলাই থেকে ২৩ জুলাই থেকে টি-টোয়েন্টি সিরিজ সব ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। 



ওয়ানডে দল থেকে বাদ পড়ে সৌম্য সরকার আছেন কেবল টি-টোয়েন্টি দলে মুস্তাফিজুর রহমান আছেন সীমিত ওভারের দুই দলে নাজমুল হোসেন শান্ত আছেন শুধু টেস্ট দলে

 

বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে গত এপ্রিল-মে মাসে শ্রীলঙ্কা সফরে সেই সফরের দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে জিম্বাবুয়ে সফরের টেস্ট দলে নেই মোহাম্মদ মিঠুন সাকিব সোহানের পাশাপাশি দলে এসেছেন অফ স্পিনার নাঈম হাসান

 


সাকিব ওই সিরিজে ছিলেন না আইপিএল খেলার জন্য ছুটি পাওয়ায় সোহান সবশেষ টেস্ট খেলেছেন ২০১৮ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে

সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রুবেল ছিলেন না চোটের কারণে, বাদ পড়েছিলেন তাইজুল সোহান সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৬ সালের ডিসেম্বরে, নিউ জিল্যান্ড সফরে বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে নিউ জিল্যান্ড সফরে ওই সফরে ওয়ানডে টি-টোয়েন্টি স্কোয়াড ছিল একই, ২০ সদস্যের এবার জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল আলাদা হওয়ায় তাই পরিবর্তন অনেক ছুটির কারণে ওই সিরিজে না খেলা তামিম ইকবাল সাকিব জিম্বাবুয়ে সফরে আছেন অনুমিতভাবেই ছুটি পেয়ে এবার মুশফিকুর রহিমের না থাকা নিশ্চিত ছিল আগেইঅভিজ্ঞ এই কিপার-ব্যাটসম্যান আঙুলের চোটে আপাতত মাঠের বাইরে আছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরির আশা দ্রুতই সেরে উঠবেন মুশফিক

Comments

Populer Post

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, প্রবন্ধে সেকালের বাবুচরিত্র

‘সাগুদানা’ একাদশীতে খাবেন? না খাবেন না?

রাজা শান্তনু, সত্যবতী এবং ঋষি পরাশরের অবস্থা মহাভারতের প্রকৃতি বদলে দিয়েছে ।

উপবীত বা পৈতার মাহাত্ম্য , উপবীত বা পৈতা কাহাকে বলে?

বৃন্দাবন ত্যাগ করে চিরতরে মথুরায় গমনকালে শ্রীকৃষ্ণের বয়স কত ছিল- শাস্ত্রীয় রেফারেন্স

বাড়িতে শ্রী গণেশ ঠাকুরের প্রতিস্থাপন এবং কীভাবে বির্সজন করবেন, জেনে নিন সহজ পদ্ধতি