মুসলিম দেশ কাতার এখন দেশটির দ্বিতীয় সংখ্যা গরিষ্ট হিন্দু ধর্মালম্বী জনসংখ্যার দেশ।

কাতারে হিন্দু জনসংখ্যা বেড়েছে। সনাতন ধর্মালম্বীদের সংখ্যা ভারতীয় উপমহাদেশে জ্যামিতিক হারে কমেছে আর মুসলিম জনসংখ্যা গাণিতিক হারে বাড়ছে। অথচ মুসলিম অধ্যুষিত মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বেড়েছে হিন্দু জনসংখ্যা। দেশটিতে হিন্দু জনসংখ্যা এখন দ্বিতীয় সংখ্যা গরিষ্ট দেশ।


পারস্য উপসাগরের তীরবর্তী একটি মুসলিম প্রধান দেশ কাতার। দেশটি আরব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে প্রসারিত কাতার উপদ্বীপে অবস্থিত। কাতারের দক্ষিণে সৌদি আরব, এবং পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহরাইন অবস্থিত। অন্যান্য আরব দেশের মতো কাতারের আবহাওয়া উষ্ণ ও শুষ্ক।



প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের বড় মজুদ রয়েছে কাতারে। প্রাকৃতিক সম্পদের কারণে দেশটির অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ এবং দেশটি বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর একটি।

 ঊনবিংশ শতকের শেষভাগ থেকে আল-থানি গোত্রের লোকেরা এই অঞ্চলটিকে একটি আমিরাত হিসেবে শাসন করে আসছে। বিংশ শতাব্দীর শুরুর দিকে দেশটি ব্রিটিশ শাসনের অধীনে আসে। এরপর ১৯৭১ সালে কাতার পূর্ণ স্বাধীনতা লাভ করে।

২০১৭ সাল পর্যন্ত কাতারের মোট জনসংখ্যা ২৬ লক্ষ ৪১ হাজার ৬৬৯ জন। কাতারের মোট জনসংখ্যার মাত্র ১৪ শতাংশ কাতারের বাসিন্দা। আর বাকি ৮৬ শতাংশ লোকই বিদেশী। তারা বিভিন্ন কাজকর্মের জন্য সেখানে বসবাস করে।

 আরবি ভাষা কাতারের সরকারি ভাষা। এখানকার প্রায় ৫৬% লোক আরবি ভাষাতে কথা বলেন। প্রায় এক-চতুর্থাংশ লোক ফার্সি ভাষায় কথা বলেন। বাকীরা ভারতীয় উপমহাদেশের ও ফিলিপিন দ্বীপপুঞ্জের অন্যান্য ভাষাতে কথা বলেন।



 আন্তর্জাতিক কাজকর্মে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়।পারস্য উপসাগরীয় অন্যান্য দেশের মতো কাতারেও বিভিন্ন ধর্মের সংমিশ্রণ ঘটেছে। কাতারে বহু-ধর্মীয় সমাজ পারস্য উপসাগরীয় দেশগুলির বেশিরভাগ গত ৩০ বছরে অভিবাসনের হয়েছে। মুসলমানরা কাতারি জনসংখ্যার ৬৭%, হিন্দুরা ১৩.৮% এবং খ্রিস্টানরা ১৩.৮% এবং মোট জনসংখ্যার বৌদ্ধ ৩.১% রয়েছে। ০.৭% অন্যান্য ধর্ম অনুসরণ করে এবং ০.৯% কোনও ধর্মে মানে না। মধ্য প্রাচ্য দেশ হলেও এশিয়া মত কাতারেরও অনেক ধর্ম রয়েছে।  সূত্র: উকিপিডিয়া

কাতারের হিন্দু জনসংখ্যারবেশীরভাগই ভারতীয় উপমহাদেশ তথা ভারত, বাংলাদেশ ও নেপালী বংশোদ্ভূত। মূলত তেল সমৃদ্ধ দেশটির বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে অংশ নিতে অভিবাসী হিসেবে হিন্দুরা কাতারে পাড়ি জমিয়েছে।


২০১২ সালেও হিন্দু ধর্ম ছিল কাতারের তৃতীয় প্রধান ধর্ম। তবে গত এক দশকে কাতারে হিন্দু জনসংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে।

 ফলে হিন্দু ধর্ম বর্তমানে কাতারের ২য় বৃহত্তম ধর্ম। মূলত ভারত ও নেপালের অভিবাসীদের মাধ্যমে এই বৃহৎ পরিবর্তন ঘটেছে।সর্বশেষ হিসাব অনুযায়ী কাতারের জনসংখ্যা প্রায় ২৯ লক্ষ। ১৫.৪ শতাংশ হিসেবে বর্তমানে কাতারে বসবাসকারী হিন্দু ধর্মানুসারীদের সংখ্যা প্রায় ৪ লক্ষ ৪৭ হাজার।


মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে মন্দির থাকলেও কাতারে কোন হিন্দু মন্দির নেই। মন্দির না থাকলেও হিন্দু ধর্মীয় বিভিন্ন উৎসব যেমন, হোলি, দিওয়ালী, পোঙ্গল প্রভৃতি ঘরোয়াভাবে উদযাপিত হয়।

পৃথিবীতে হিন্দু প্রধান দেশ কয়টি আছে এবং কী কী?বিশ্বে হিন্দু জনসংখ্যা কত?

বিশ্বের ১.১ বিলিয়ন মানুষ হিন্দু ধর্মাবলম্বী। যা প্রায় বিশ্বের জনসংখ্যার ১৫% তিনটি রাষ্ট্রে হিন্দু সংখ্যাগরিষ্ঠ, সেগুলো হলো: নেপালে ৮১.৩%, ভারতে ৭৯.৮ % এবং মরিশাসে ৪৮.৫৪%।দক্ষিণ এশিয়ার মোট জনগোষ্ঠীর ৭০.০৫% হিন্দু ধর্মাবলম্বী।


এছাড়াও পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, মালদ্বীপ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি রাষ্ট্রে হিন্দু ধর্মাবলম্বী অনেক আছেন। ইউরোপ-আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ এসকল এলাকায়ও হিন্দু ধর্মাবলম্বী অনেক বসবাস করেন। ইন্দোনেশিয়ার বালিতে প্রায় 84 শতাংশ হিন্দু ধর্মাবলম্বী।

আরো পড়ুন:



  

Comments

Populer Post

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, প্রবন্ধে সেকালের বাবুচরিত্র

‘সাগুদানা’ একাদশীতে খাবেন? না খাবেন না?

রাজা শান্তনু, সত্যবতী এবং ঋষি পরাশরের অবস্থা মহাভারতের প্রকৃতি বদলে দিয়েছে ।

উপবীত বা পৈতার মাহাত্ম্য , উপবীত বা পৈতা কাহাকে বলে?

বৃন্দাবন ত্যাগ করে চিরতরে মথুরায় গমনকালে শ্রীকৃষ্ণের বয়স কত ছিল- শাস্ত্রীয় রেফারেন্স

বাড়িতে শ্রী গণেশ ঠাকুরের প্রতিস্থাপন এবং কীভাবে বির্সজন করবেন, জেনে নিন সহজ পদ্ধতি